বাধ্য হয়ে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধ করছেন যশোরের জাফর

 বাধ্য হয়ে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধ করছেন যশোরের জাফর

পাচারের শিকার হয়ে রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন যশোর সদর উপজেলার চাঁচড়ার সরদারপাড়ার জাফর হোসেন। তিনি ওই এলাকার খায়রুল সরদারের ছেলে। জাফর মোবাইল ফোনে এ কথা জানিয়েছেন পরিবারকে।


তিনি জানান, পাঁচ মাস আগে ঢাকার একটি এজেন্সির মাধ্যমে সাইপ্রাসে যাওয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন জাফর হোসেন। এ জন্য তাকে দিতে হয় ৯ লাখ টাকা। কিন্তু দালালের প্রতারণার শিকার হয়ে প্রথমে তাকে সৌদি আরবে থাকতে হয় দুই মাস। এরপর দুবাই, তুরস্ক হয়ে রাশিয়ায় নেওয়া হয়। সেখানে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে তাকে পাঠানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করখায়রুল জানান, সম্প্রতি মোবাইলে এ কথা জানিয়েছেন তার ছেলে। এ খবরে তারা স্তব্ধ হয়ে পড়েছেন। দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন জাফরের মা হাসিনা খাতুন ও স্ত্রী খাদিজা খাতুন। তার এক ছেলে ও এক মেয়ে।


ক্যানসার চিকিৎসায় উল্টো পথে দেশ, দিন দিন কমছে সক্ষমতাক্যানসার চিকিৎসায় উল্টো পথে দেশ, দিন দিন কমছে সক্ষমতা

এদিকে, স্বামীর চিন্তায় ঘরের এক কোনে নির্বাক হয়ে বসে থাকছেন খাদিজা।


পরিবারটি যেকোনো মূল্যে জাফরকে ফিরে পেতে চান এবং পাচারকারীদের শাস্তির দাবি জানান প্রতিবেশি ও স্বজনরা।তে

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post