ছয় মাস নয়, ২০২৬-এর জুন পর্যন্ত তাঁকে রাখার সব চেষ্টা করা হবে
সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে নেইমার জুনিয়রের চুক্তির মেয়াদ ছিল চলতি মৌসুমের শেষ পর্যন্ত। কিন্তু চোটজর্জর নেইমার যেন ক্লাবটির ‘বিষফোঁড়া’ হয়ে উঠেছিলেন। আল হিলাল খুব করে চাচ্ছিল নেইমারকে ছেড়ে দিতে। এমনকি লিগের বাকি অর্ধেকের জন্য নিবন্ধনও করায়নি ব্রাজিলিয়ান তারকাকে।
ক্লাবের মনোভাব বুঝতে খুব বেশি অসুবিধা হয়নি নেইমারের। চুক্তির মেয়াদ ৫ মাস বাকি থাকতেই গত সপ্তাহে দুই পক্ষের সম্মতিতে আল হিলালের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন নেইমার। এরপর যোগ দেন শৈশবের ক্লাব সান্তোসে। ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে প্রাথমিকভাবে ৬ মাসের চুক্তি করেছেন নেইমার।
এরইমধ্যে সান্তোসের হয়ে অনুশীলনেও নেমেছিলেন আজ ৩৩ বছরে পা দেওয়া ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে গুঞ্জন উঠেছে, সান্তোসের জার্সিতে খুব বেশিদিন দেখা যাবে না নেইমারকে। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, এ মৌসুম শেষেই ইউরোপে প্রত্যাবর্তনের কথা ভাবছেন নেইমার।
তবে নেইমারকে এখনই ছাড়তে চায় না সান্তোস। ক্লাবটির সভাপতি মার্সেলো মার্সেলো তিসেইরার চাওয়া, শৈশবের ক্লাবটিতে অন্তত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন নেইমার। আর সেটার জন্য সর্বাত্ম প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
টিভি গ্লোবোর সঙ্গে আলাপকালে তিসেইরা বলেছেন, ‘আমরা ওকে খেলানোর জন্য প্রস্তুত করছি, যাতে (ওকে সঙ্গে নিয়ে) ক্লাব ৬ মাসের প্রকল্পে ফল পায়। আমরা বিশ্বকাপ পর্যন্ত ওর থাকার সম্ভাবনা নিয়ে কাজ করছি। পুরো প্রকল্পটাই নেওয়া হয়েছে সেটার জন্যই। বিশ্বকাপের লক্ষ্যে ঘরের মাঠে সেরা রূপে ফিরে আসা ওর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’
নেইমারের সঙ্গে সান্তোসের সম্পর্কটা কতটা গভীর, সেটাও মনে করিয়ে দিয়েছেন ক্লাবটির সভাপতি, ‘সান্তোসের সঙ্গে নেইমার যেভাবে জড়িত, সেটা কখনো আলাদা করা যায় না। সান্তোসের সঙ্গে নেইমারের সম্ভাবনার যে জগৎ, আমার বিশ্বাস, অন্য ক্লাবে যোগ দিলে সেটা কঠিন হয়ে যাবে। এটা একেবারে নিখুঁত একটা বিয়ের সম্পর্কের মতো, যেখানে সব ভালোভাবে চলার মতো যা যা দরকার তার সবই আছে।’
Post a Comment