৩২-এর পর এবার নুহাশ পল্লী নিয়ে পিনাকীর পোস্ট

 ৩২-এর পর এবার নুহাশ পল্লী নিয়ে পিনাকীর পোস্ট

ধানমণ্ডি ৩২ নম্বর নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর এবার কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লী নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি দেন তিনি।


স্ট্যাটাসে তিনি, নুহাশ পল্লীকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটিকে জাতীয়করণ করার দাবি উত্থাপন করেন।


তিনি লিখেন, ‘নুহাশ পল্লী জাতীয় সম্পদ। নুহাশ পল্লী জাতীয় করণ করে ওইখানে হুমায়ুন আহমেদ যাদুঘর করা হোক।’


আরও পড়ুনঃ যারা শিবির পছন্দ-অপছন্দ অথবা ঘৃণা-অবজ্ঞা করেন, সবার অবদানেই মহাবিজয়: সাদিক কায়েম

এর আগে, বুধবার সন্ধ্যায় এক পোস্টে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি-৩২ নম্বরে মানুষকে যাওয়ার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, হাতুড়ি, শাবল, গাঁইতি নিয়ে আসুন। ধানমন্ডি ৩২ নম্বরে আসুন। ইতিহাসের দায় মোচন করতে আসুন।


পিনাকী বলেন, ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন। গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন।


আরও পড়ুনঃ অনেকে যে অবাক হচ্ছে তা দেখেই অবাক হচ্ছি’

তিনি বলেন, আজ রাত ৯টায়। ইতিহাস রচিত হোক। আবু সাঈদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসুন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি। ইতিহাসের দায় মোচন করি। ছাত্র জনতা সৈনিক ঐক্য জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post