ধানমন্ডি-৩২ নম্বরে আওয়ামী লীগ সন্দেহে বিএনপি নেতাকে গণধোলাই

 ধানমন্ডি-৩২ নম্বরে আওয়ামী লীগ সন্দেহে বিএনপি নেতাকে গণধোলাই

ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগ সন্দেহে এক বিএনপি নেতাকে গণধোলাই দিয়েছেন ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১ টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপির ওই নেতার নাম আক্তার হোসেন। তার বাড়ি ফিরোজপুরে। এছাড়া তিনি স্থানীয় বিএনপির সদস্য বলে দাবি করেন।


জানা যায়, কেউ একজন তাকে আওয়ামী লীগের দালাল বলে চিৎকার দেয়। পাশে থাকা কয়েকজন তাকে ধরতে বলে। কথা রটে গেলে আশেপাশের কয়েকজন তাকে আওয়ামী লীগের কেউ ভেবে গণধোলাই শুরু করে। পরে পরিচয় জানার পর ছাত্র-জনতার মধ্য থেকে কয়েকজন তাকে উদ্ধার করেসরেজমিনে দেখা যায়, আক্তার হোসেন নামের ওই ব্যক্তিকে কয়েকজন ঘিরে রয়েছেন। এ সময় তিনি দাবি করে বলেন, ‘আপনাদের মত ৫ আগস্টের আন্দোলনে আমিও ছিলাম, যদি এখানে আওয়ামী লীগের কোনও লোকও আসে তাহলে কি তাকে এভাবে মারধর করবেন।’


এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে বুলডোজার দিয়ে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটি ভাঙ্গা শুরু করা হয়। পূর্বঘোষিত ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি-৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়। রাত ৮টার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, মুর‌্যাল, দরজা জানালাসহ অনেক কিছুই ভাঙ্গা হয়েছে।


আরও পড়ুনঃ ইলিশ আগে পাবে দেশের মানুষ, পরে রপ্তানি: উপদেষ্টা

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি-৩২ নম্বরে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন। প্রতিবাদকারীরা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’—এমন নানা স্লোগানে এলাকাকে মুখরিত করে তোলেন। তারা দাবি করেন, ‘আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই।’এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ভাঙচুর চলছিল।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post