থাকবে না ধানমন্ডি ৩২, লাখ লাখ মানুষকে ধানমন্ডি ৩২ নাম্বারে যাওয়ার আহ্বান পিনাকীর

 থাকবে না ধানমন্ডি ৩২, লাখ লাখ মানুষকে ধানমন্ডি ৩২ নাম্বারে যাওয়ার আহ্বান পিনাকীর

 বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য সাম্প্রতিক সময়ে ধানমন্ডি ৩২ নিয়ে তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে ,পোস্ট করেছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৪ টা ৫ এ পোস্টে পিনাকী বলেন, রানী লাইভে যাবে যখন তখন সবাই যান ৩২ নাম্বারে। বাকী কাম সাইরা আইসেন এইবার।

লাখে লাখে মানুষের কথা উল্লেখ করে পিনাকী আরো বলেন,লাখে লাখে মানুষ আসেন ধানমন্ডি ৩২ নাম্বারে। আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নাম্বার থাকবে না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটি এখন পর্যন্ত ১৪ হাজার রিয়েক্ট এর সাথে ৩৮৫ বার শেয়ার হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post