চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযোগ ইমামের বিরুদ্ধে

 চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযোগ ইমামের বিরুদ্ধে

ফরিদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটেছেশিশুটির পরিবারের অভিযোগ, স্থানীয় এক মসজিদের ইমাম তাকে ধর্ষণের চেষ্টা করেছেন। ঘটনার পর থেকে সেই ইমাম পলাতক।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পাশের বাড়ির ওই শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে মসজিদের বারান্দায় নিজ ঘরে নিয়ে যান অভিযুক্ত ইমাম। ধর্ষণের চেষ্টার সময় চিৎকারে শিশুটির মা দৌড়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা সেই ইমামকে ধরেও ফেলে। তবে একপর্যায়ে স্থানীয় প্রভাবশালীরা ইমামকে পালিয়ে যেতে সাহায্য করেসদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব বলেন, শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।


অভিযুক্ত ইমামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আব্দুল মোতালেব।


আপনার মতামত লিখুনঃ।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post