ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি?
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটা করে ট্রাম্পকে অভিনন্দন জানালে তার শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির না থাকা নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ট্রাম্প-মোদির সেই আগের বন্ধুত্বে ফাটল ধরেছে?ভারতের হয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছেভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন জয়শঙ্কর।
২০ জানুয়ারি, সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। সেখানেই উপস্থিত থাকবেন জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন জয়শঙ্কর।
আরও পড়ুনঃ ভারত থেকে যেখানে যাবেন শেখ হাসিনা
তবে নরেন্দ্র মোদিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করা হয়নি ভারত সরকারের তরLogo
Sponsored Content
$200 A Day Effortlessly - These Apps Help You Get Rich Passively
Live Result
Congrats! 2 Free Spins To Land A Big ৳105,000 Bonus
Parimatch
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি?
By
দিগন্ত বার্তা ডেস্ক
January 14, 2025
You may like
ভাগ্যের চাকা ঘুরিয়ে ঘরে তুলুন বিশাল পুরষ্কার!
চাকা ঘোরান, জ্যাকপটে হিট করুন-এখন আপনার জেতার সময়!
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটা করে ট্রাম্পকে অভিনন্দন জানালে তার শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির না থাকা নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ট্রাম্প-মোদির সেই আগের বন্ধুত্বে ফাটল ধরেছে?
ভারতের হয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে।
Interesting For You
Feeling Lucky? Spin Now For Instant, Massive Prizes
Parimatch
Spin To Unlock Colossal Bonuses And Thrilling Wins!
Parimatch
Congrats! 2 Free Spins To Land A Big ৳105,000 Bonus
Parimatch
ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন জয়শঙ্কর।
২০ জানুয়ারি, সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। সেখানেই উপস্থিত থাকবেন জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন জয়শঙ্কর।
আরও পড়ুনঃ ভারত থেকে যেখানে যাবেন শেখ হাসিনা
তবে নরেন্দ্র মোদিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করা হয়নি ভারত সরকারের তরফে।
Suggested News
৳105,000 বোনাস পেতে আপনার 2টি ফ্রিস্পিন আছে!
Parimatch
চাকা ঘোরান, জ্যাকপটে হিট করুন-এখন আপনার জেতার সময়!
Parimatch
প্রসঙ্গত, ডিসেম্বরের শেষেও আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর। তারপর থেকেই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপিরই রাজ্যসভার সাবেক সদস্য সুব্রহ্মণ্যম স্বামী।
তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্টে লিখেছিলেন, ‘‘পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকা পাঠাচ্ছেন ওই আমন্ত্রণটি জোগাড় করে আনতে’’! এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রণালয় যদিও ভারত-আমেরিকার ‘কৌশলগত ঘনিষ্ঠতা’র কথাই উল্লেখ করেছিল।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয়ার ঘোষণা বিএনপি নেতার
সোমবার, ২০ জানুয়ারি, আমেরিকার সময় দুপুর ১২টায় শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটন, ডিসির ইউ ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে হবে অনুষ্ঠান। শপথ নেওয়ার পরে ভাষণ দেবেন আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট।ফে।।
Post a Comment