কবর থেকে আজরাইলকে উপেক্ষা করে ভোট দিতে এসেছি

 কবর থেকে আজরাইলকে উপেক্ষা করে ভোট দিতে এসেছি

২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি নির্বাচনের অনুরূপ একটি নির্বাচনের প্রদর্শনী ও ভোট প্রদান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘যত ভোট তত নোট’ স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডামি নির্বাচনে ভোট প্রদান করেন। ভোট প্রদানের পূর্বে ভোটারদের ‘নমুনা’ টাকা দেওয়া হয়।


google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ প্লাটফর্মের আয়োজনে এই ডামি নির্বাচন প্রদর্শনী ও ভোট প্রদান প্রতিযোগিতার আয়োজন করা সময় তারা, ‘ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে’; ‘মধ্য রাতের ভোট’; ‘ডামি নির্বাচন’; ‘মধ্য রাতের ভোট’; ‘দ্যা ফ্যাসিস্ট আওয়ামী’; ‘আপনার বাবার ভোটও দেওয়া হয়েছে, কিন্তু বাবা তো মৃত’- ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


আরও পড়ুনঃ অদম্য সেই রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিল ছাত্রশিবির

এক মিনিটে কে কতগুলো ভোট দিতে পারে, সেটা নিয়েই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডামি নির্বাচনে একজনকে সাদা কাফনের কাপড় পড়ে মৃত ব্যক্তি সাজিয়ে ভোট দিতে দেখা যায়। তা ছাড়া, এক বছরের শিশুও এই নির্বাচনে ভোট প্রদান করেন। এ সময় একজনকে নির্বাচন কমিশনার আবদুল আউয়াল ও কয়েকজনকে প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দেখানো হLogo

Sponsored Content



7 Spike And Buffy Moments That Still Slay After All These Years

Brainberries


The 9 Hottest Scenes From Vampire Diaries Ranked

Limelight Media

শিক্ষা

কবর থেকে আজরাইলকে উপেক্ষা করে ভোট দিতে এসেছি

By

অনলাইন নিউজ

January 7, 2025


Sponsored Content


You Have 2 Free Spins To Get ৳105,000 Bonus!


খুব দ্রুত $100 আয় করার সেরা উপায়

২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি নির্বাচনের অনুরূপ একটি নির্বাচনের প্রদর্শনী ও ভোট প্রদান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘যত ভোট তত নোট’ স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডামি নির্বাচনে ভোট প্রদান করেন। ভোট প্রদানের পূর্বে ভোটারদের ‘নমুনা’ টাকা দেওয়া হয়।


google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ প্লাটফর্মের আয়োজনে এই ডামি নির্বাচন প্রদর্শনী ও ভোট প্রদান প্রতিযোগিতার আয়োজন করা হয়।


Sponsored Content



৳105,000 বোনাস পেতে আপনার 2টি ফ্রিস্পিন আছে!

Pari Match


হুইল স্পিন করুন এবং বিশেষ পুরস্কার জিতুন!

Pari Match


৳150,000 বোনাস পেতে আপনার 2টি ফ্রিস্পিন আছে!

Pari Match

এ সময় তারা, ‘ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে’; ‘মধ্য রাতের ভোট’; ‘ডামি নির্বাচন’; ‘মধ্য রাতের ভোট’; ‘দ্যা ফ্যাসিস্ট আওয়ামী’; ‘আপনার বাবার ভোটও দেওয়া হয়েছে, কিন্তু বাবা তো মৃত’- ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


আরও পড়ুনঃ অদম্য সেই রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিল ছাত্রশিবির

এক মিনিটে কে কতগুলো ভোট দিতে পারে, সেটা নিয়েই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডামি নির্বাচনে একজনকে সাদা কাফনের কাপড় পড়ে মৃত ব্যক্তি সাজিয়ে ভোট দিতে দেখা যায়। তা ছাড়া, এক বছরের শিশুও এই নির্বাচনে ভোট প্রদান করেন। এ সময় একজনকে নির্বাচন কমিশনার আবদুল আউয়াল ও কয়েকজনকে প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দেখানো হয়।


Sponsored Content




2-3 ঘন্টার জন্য শক্তিশালী শক্তি, যে কোনো বয়সে!

ShilaZen

You Won't Believe These Stunning Pre-Royal Photos Of Meghan!

Buzz Day

আয়োজকরা জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা একটি ডামি নির্বাচনের আয়োজন করে। এতে বৃহৎ রাজনৈতিক দলগুলো ভোট বর্জন করলেও নির্বাচন সম্পন্ন করা হয়। খুব কম সংখ্যক ভোট প্রদান হলেও নির্বাচন কমিশন জানায় প্রায় ৪০ শতাংশ মানুষ ভোট প্রদান করেছে।


ভোট দিতে আসা কাফনের কাপড় পরিহিত এক শিক্ষার্থী বলেন, ‘বিগত বছরগুলোতে যখন আমি বেঁচে ছিলাম তখন আমি ভোট দিতে পারিনি। আমার মৃত্যুর পরও আমার ভোট দেওয়া হয়ে গেছে। তাই আজকে কবর থেকে আজরাইলকে উপেক্ষা করে ভোট দিতে এসেছি।’


আরও পড়ুনঃ যে কারণে বিএনপিকে ধন্যবাদ জানালেন হাসনাত

তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছর যারা মৃত ছিল বা বিদেশে ছিল তাদের ভোটও হয়ে গেছে বলে জানানো হতো। তাই আজকে আমি এই অবস্থায় এসে প্রতীকী প্রতিবাদ জানাতে এসেছি।’


বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘আপনারা জানেন আওয়ামী লীগ গত ১৬ বছর যাবৎ সব ভোটাধিকার কেড়ে নিয়েছিল। নির্বাচনের নামে তামাশা, নিজেরাই প্রধান দল আবার তারাই বিরোধী দল হিসেবে অংশ নিতো। যেখানে মৃত ব্যক্তি এসে ভোট প্রদান করেছিল। এজন্য আমরা আজকে ডামি ভোট প্রতিযোগিতার আয়োজন করেছি।’


ডামি নির্বাচন ঢাকা ইউনিLogo

Sponsored Content



7 Spike And Buffy Moments That Still Slay After All These Years

Brainberries


The 9 Hottest Scenes From Vampire Diaries Ranked

Limelight Media

শিক্ষা

কবর থেকে আজরাইলকে উপেক্ষা করে ভোট দিতে এসেছি

By

অনলাইন নিউজ

January 7, 2025


Sponsored Content


You Have 2 Free Spins To Get ৳105,000 Bonus!


খুব দ্রুত $100 আয় করার সেরা উপায়

২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি নির্বাচনের অনুরূপ একটি নির্বাচনের প্রদর্শনী ও ভোট প্রদান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘যত ভোট তত নোট’ স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডামি নির্বাচনে ভোট প্রদান করেন। ভোট প্রদানের পূর্বে ভোটারদের ‘নমুনা’ টাকা দেওয়া হয়।


google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ প্লাটফর্মের আয়োজনে এই ডামি নির্বাচন প্রদর্শনী ও ভোট প্রদান প্রতিযোগিতার আয়োজন করা হয়।


Sponsored Content



৳105,000 বোনাস পেতে আপনার 2টি ফ্রিস্পিন আছে!

Pari Match


হুইল স্পিন করুন এবং বিশেষ পুরস্কার জিতুন!

Pari Match


৳150,000 বোনাস পেতে আপনার 2টি ফ্রিস্পিন আছে!

Pari Match

এ সময় তারা, ‘ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে’; ‘মধ্য রাতের ভোট’; ‘ডামি নির্বাচন’; ‘মধ্য রাতের ভোট’; ‘দ্যা ফ্যাসিস্ট আওয়ামী’; ‘আপনার বাবার ভোটও দেওয়া হয়েছে, কিন্তু বাবা তো মৃত’- ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


আরও পড়ুনঃ অদম্য সেই রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিল ছাত্রশিবির

এক মিনিটে কে কতগুলো ভোট দিতে পারে, সেটা নিয়েই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডামি নির্বাচনে একজনকে সাদা কাফনের কাপড় পড়ে মৃত ব্যক্তি সাজিয়ে ভোট দিতে দেখা যায়। তা ছাড়া, এক বছরের শিশুও এই নির্বাচনে ভোট প্রদান করেন। এ সময় একজনকে নির্বাচন কমিশনার আবদুল আউয়াল ও কয়েকজনকে প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দেখানো হয়।


Sponsored Content




2-3 ঘন্টার জন্য শক্তিশালী শক্তি, যে কোনো বয়সে!

ShilaZen

You Won't Believe These Stunning Pre-Royal Photos Of Meghan!

Buzz Day

আয়োজকরা জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা একটি ডামি নির্বাচনের আয়োজন করে। এতে বৃহৎ রাজনৈতিক দলগুলো ভোট বর্জন করলেও নির্বাচন সম্পন্ন করা হয়। খুব কম সংখ্যক ভোট প্রদান হলেও নির্বাচন কমিশন জানায় প্রায় ৪০ শতাংশ মানুষ ভোট প্রদান করেছে।


ভোট দিতে আসা কাফনের কাপড় পরিহিত এক শিক্ষার্থী বলেন, ‘বিগত বছরগুলোতে যখন আমি বেঁচে ছিলাম তখন আমি ভোট দিতে পারিনি। আমার মৃত্যুর পরও আমার ভোট দেওয়া হয়ে গেছে। তাই আজকে কবর থেকে আজরাইলকে উপেক্ষা করে ভোট দিতে এসেছি।’


আরও পড়ুনঃ যে কারণে বিএনপিকে ধন্যবাদ জানালেন হাসনাত

তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছর যারা মৃত ছিল বা বিদেশে ছিল তাদের ভোটও হয়ে গেছে বলে জানানো হতো। তাই আজকে আমি এই অবস্থায় এসে প্রতীকী প্রতিবাদ জানাতে এসেছি।’


বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘আপনারা জানেন আওয়ামী লীগ গত ১৬ বছর যাবৎ সব ভোটাধিকার কেড়ে নিয়েছিল। নির্বাচনের নামে তামাশা, নিজেরাই প্রধান দল আবার তারাই বিরোধী দল হিসেবে অংশ নিতো। যেখানে মৃত ব্যক্তি এসে ভোট প্রদান করেছিল। এজন্য আমরা আজকে ডামি ভোট প্রতিযোগিতার আয়োজন করেছি।’


ডামি নির্বাচন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়য়।হয়।

Post a Comment

Previous Post Next Post