ইমাম আলীর মাজারে যাওয়ার পথে সাতজন নিহত
ইমাম আলীর মাজারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ।শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর ৩টা ৩০ মিনিটে দিওয়ানিয়াহ প্রদেশ থেকে নাজাফে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। সেখানে একটি বাস ও গাড়ির মধ্যে সংঘর্ষ হনাজাফেই অবস্থিত ইমাম আলীর মাজার। তিনি হযরত মোহাম্মদ (সাঃ) এর কন্যা হযরত ফাতিমা (রাঃ)-কে বিয়ে করেছিলেন। এছাড়া তিনি ইসলামের চার খলিফার একজন ছিলেন।
আরও পড়ুনঃ ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবের তীব্র নিন্দা ফিলিস্তিনিদের
সড়ক দুর্ঘটনার ব্যাপারে দিওয়ানিয়াহ প্রদেশের কর্মকর্তা আমের আল-কিনানি বলেছেন, “সাতজন মানুষ— চারজন পুরুষ, দুইজন নারী এবং এক মেয়ে শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪২ জন।” বাস এবং গাড়ির উভয় বাহনের যাত্রীই নিহত হয়েছেন বলে জানান তিনি।য়।
Post a Comment