শবে মেরাজে মসজিদে কুরআন তিলাওয়াত করতে করতে ইমামের মৃত্যু

 শবে মেরাজে মসজিদে কুরআন তিলাওয়াত করতে করতে ইমামের মৃত্যু

চলতি বছর পবিত্র শবে মেরাজ পালিত হয় গত সোমবার (২৭ জানুয়ারি)। বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ওইদিন আল্লাহর নিকট রহমত ও ক্ষমা প্রার্থনার জন্য মসজিদ, ঘর কিংবা ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ইবাদত-বন্দেগি পালন করেন।


ইন্দোনেশিয়াও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় আরবি ১৪৪৬ হিজরির শবে মেরাজ। তবে ওইদিন দেশটিতে ঘটে এক বেদনাদায়ক ঘটনা। মসজিদে কুরআন তিলাওয়াতের সময় একজন ইমামের মৃত্যু হমসজিদটির মুসল্লিরা শবে মেরাজ উপলক্ষে ধর্মীয় আলোচনার আয়োজন করেন। আলোচনা সভায় কুরআন তিলাওয়াত করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইমাম।


আরও পড়ুনঃ ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবের তীব্র নিন্দা ফিলিস্তিনিদের

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমনই একটি ভিডিও চিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাভাইরাল ভিডিওতে দেখা গেছে, মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে কুরআন তিলাওয়াতের সময় হঠাৎ মাইকসহ পড়ে যান মসজিদের ইমাম। এরপর তার মৃত্যু হয়। এটি ইন্দোনেশিয়ার একটি মসজিদের ঘটনা বলে জানিয়েছে আল জাজিরা।


ইন্দোনেশিয়া বৃহত্তর মুসলিম জনসংখ্যার দেশগুলোর একটি। দেশটিত প্রায় ২৪১ মিলিয়ন মানুষ বাস করে, যাদের অধিকাংশই মুসলিম।


ঘটনাটি ঘটেছে দেশটির আচেহ প্রদেশের একটি মসজিদে। বরেণ্য ওই কারীর নাম তেংকু হাসবি আহমাদ। বয়স ৫৫। যে মসজিদটিতে ওই কারী ইন্তেকাল করলেন, তিনি সেখানকার একজন ইমাম। মসজিদটির নাম ‘মসজিদুল মুজাহিদীন’।


আরও পড়ুনঃ কানাডা : ট্রুডোকে পদত্যাগের জন্য আল্টিমেটাম ২৪ এমপির

মাহফিলে উপস্থিত একজন দর্শক মোবাইল ফোনে ওই কারীর তিলাওয়াতের ভিডিও ধারণ করছিলেন। এর মাঝেই আকস্মিক তিনি পড়ে যান। ওই ভিডিওটিতে দেখা যায়- তিনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মুসল্লিরা তার কাছে ছুটে আসেন।


মসজিদ কর্তৃপক্ষ জানায়, এরপর কারী তেংকু হাসবি আহমাদকে হাসপাতালে নিয়ে গেলে মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করে। অথচ মৃত্যুর দুই ঘণ্টা আগে মাগরিবের সময় যখন তিনি মসজিদে প্রবেশ করেন, তখনও তিনি সুস্থ ছিলেন।


আপনার মতামত লিখুনঃ।য়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post