ছাত্রদলের কমিটি ঘোষণা হলে ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটাবে শিবির : শিমুল.
যেকোনো সময় ঘোষণা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি। আর এ তথ্য জানে ছাত্রশিবির। কমিটি ঘোষণার পর শিবির রাতের আধারে কমিটি মানি না বলে স্লোগান দিয়ে ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটাবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল।সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে ‘জরুরি’ শিরোনামে একটি পোস্ট দিয়েছে ছাত্রদল নেতা শিমুওই পোস্টে তিনি বলেছেন, ‘আমার কাছে একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এসেছে। যেকোনো সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা হতে পারে মর্মে অবগত হয়ে ছাত্রশিবির এই বিষয়টিকে উপলক্ষ করে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে।’
আরও পড়ুনঃ জামালপুরে আ.লীগ নেতার কার্যালয় পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
তিনি বলেন, ‘তথ্য অনুযায়ী, কমিটি ঘোষণার পর রাতের আঁধারে শিবির তাদেরই কিছু নেতাকর্মীকে দিয়ে কমিটি মানি না স্লোগান দিয়ে মিছিল করবে এবং মিছিল শেষে ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটাবে। এরপর এই বিষয়টিকে পুঁজি করে দিনেরবেলা তাদের বি টিমকে দিয়ে ছাত্রদল সন্ত্রাস করে, ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষ, ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনিরাপদ- ইত্যাদি নানা ধোঁয়া তুলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলে বিক্ষোভ করবে এবং পরিস্থিতি ঘোলা করার চেষ্টা চালাবে।
’
তিনি আরো বলেছেন, ‘অন্ধকারের সংগঠন ছাত্রশিবির দেশের সব ক্যাম্পাসের মতো জাবিতেও তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চাইছে। এই অন্ধকারের শক্তির সব ষড়যন্ত্র রুখে দিওই পোস্টে তিনি বলেছেন, ‘আমার কাছে একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এসেছে। যেকোনো সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা হতে পারে মর্মে অবগত হয়ে ছাত্রশিবির এই বিষয়টিকে উপলক্ষ করে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে।’
আরও পড়ুনঃ জামালপুরে আ.লীগ নেতার কার্যালয় পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
তিনি বলেন, ‘তথ্য অনুযায়ী, কমিটি ঘোষণার পর রাতের আঁধারে শিবির তাদেরই কিছু নেতাকর্মীকে দিয়ে কমিটি মানি না স্লোগান দিয়ে মিছিল করবে এবং মিছিল শেষে ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটাবে। এরপর এই বিষয়টিকে পুঁজি করে দিনেরবেলা তাদের বি টিমকে দিয়ে ছাত্রদল সন্ত্রাস করে, ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষ, ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনিরাপদ- ইত্যাদি নানা ধোঁয়া তুলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলে বিক্ষোভ করবে এবং পরিস্থিতি ঘোলা করার চেষ্টা চালাবে।
’
তিনি আরো বলেছেন, ‘অন্ধকারের সংগঠন ছাত্রশিবির দেশের সব ক্যাম্পাসের মতো জাবিতেও তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চাইছে। এই অন্ধকারের শক্তির সব ষড়যন্ত্র রুখে দিLogo
Sponsored Content
This 28-Year-Old Makes $200 Daily—Find Out How She Does It!
Live Result
You Have 2 Free Spins To Get ৳105,000 Bonus!
Pari Match
ছাত্রদলের কমিটি ঘোষণা হলে ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটাবে শিবির : শিমুল.
By
দিগন্ত বার্তা ডেস্ক
January 7, 2025
You may like
স্পিন করুন, জিতুন, আবার করুনঃ ক্যাসিনো সমৃদ্ধির প্রবেশদ্বার!
৳105,000 বোনাস পেতে আপনার 2টি ফ্রিস্পিন আছে!
যেকোনো সময় ঘোষণা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি। আর এ তথ্য জানে ছাত্রশিবির। কমিটি ঘোষণার পর শিবির রাতের আধারে কমিটি মানি না বলে স্লোগান দিয়ে ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটাবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল।
সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে ‘জরুরি’ শিরোনামে একটি পোস্ট দিয়েছে ছাত্রদল নেতা শিমুল।
Suggested News
৳105,000 বোনাস পেতে আপনার 2টি ফ্রিস্পিন আছে!
Parimatch
হুইল স্পিন করুন এবং বিশেষ পুরস্কার জিতুন!
Pari Match
ওই পোস্টে তিনি বলেছেন, ‘আমার কাছে একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এসেছে। যেকোনো সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা হতে পারে মর্মে অবগত হয়ে ছাত্রশিবির এই বিষয়টিকে উপলক্ষ করে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে।’
আরও পড়ুনঃ জামালপুরে আ.লীগ নেতার কার্যালয় পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
তিনি বলেন, ‘তথ্য অনুযায়ী, কমিটি ঘোষণার পর রাতের আঁধারে শিবির তাদেরই কিছু নেতাকর্মীকে দিয়ে কমিটি মানি না স্লোগান দিয়ে মিছিল করবে এবং মিছিল শেষে ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটাবে। এরপর এই বিষয়টিকে পুঁজি করে দিনেরবেলা তাদের বি টিমকে দিয়ে ছাত্রদল সন্ত্রাস করে, ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষ, ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনিরাপদ- ইত্যাদি নানা ধোঁয়া তুলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলে বিক্ষোভ করবে এবং পরিস্থিতি ঘোলা করার চেষ্টা চালাবে।
’
তিনি আরো বলেছেন, ‘অন্ধকারের সংগঠন ছাত্রশিবির দেশের সব ক্যাম্পাসের মতো জাবিতেও তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চাইছে। এই অন্ধকারের শক্তির সব ষড়যন্ত্র রুখে দিন।’
Interesting For You
আসল ইনকাম এখানে: আপনার যতটা ইচ্ছা আয় করুন
Live Result
খুব দ্রুত $100 আয় করার সেরা উপায়
Live Result
Man Accidentally Leaks His Secret Money-Making Hack Online!
Live Result
আরও পড়ুনঃ হঠাৎ গুরুতর অসুস্থ নেতানিয়াহু, নেওয়া হলো হাসপাতালে
ছাত্রদল নেতা শিমুলের পোস্টটি শেয়ার করেছেন শতাধিক ফেসবুক ব্যবহারকারী। তাদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ।
তিনি পোস্টটি শেয়ার করে লিখেছেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারি ছিলাম। ফলে আমার কাছে শুনেন আসল ঘটনা। জাবি ছাত্রদলে দুই সিনিয়রকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপ আবর্তিত হয়। তারা একে-অপরের শত্রুভাবাপন্ন। কয়দিন আগে ক্যাফেটেরিয়ায় এক গ্রুপ ডাল-ভাত কর্মসূচীর আয়োজন করলে আরেক গ্রুপ সেখানে গিয়ে গ্যাঞ্জাম বাধায়।
আরও পড়ুনঃ ছয়তলা থেকে লাফ দেওয়া সেই ছাত্রী ছিলেন ট্রান্সজেন্ডার, মৃত্যুর আগে স্ট্যাটাসে যা লিখেছিলেন
সামনে ছাত্রদলের কমিটি দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের বড় গ্যাঞ্জামের প্রস্তুতি রয়েছে। ছাত্রদলের শিমুল ভাই অগ্রীম সেটার দায়ভার শিবিরের উপর দিয়ে রাখলেন।ন।’ন।’ল।
Post a Comment