সারজিস আলমের দেশ ছেড়ে যাওয়ার সর্বশেষ যা জানা গেল

 সারজিস আলমের দেশ ছেড়ে যাওয়ার সর্বশেষ যা জানা গেল

সম্প্রতি, “৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সারজিস আলম” শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।


অর্থাৎ, দাবি করা হয়েছে আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেফতার হয়েছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম দেশ ছেড়ে পালিয়েছেএই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউব প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৪ লক্ষাধিক বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় সাড়ে ১০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে দেড় হাজারেরও অধিক বার মন্তব্য করা হয়েছে।


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটিতে প্রচারিত ৩২ কোটি টাকার দায়ে গ্রেফতার হলো সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালালো সারজিস শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছেLogo

সারজিস আলমের দেশ ছেড়ে যাওয়ার সর্বশেষ যা জানা গেল

By

অনলাইন নিউজ

January 22, 2025


Partner News

An App That Will Help You Get Rich Effortlessly! Find Out How!

Live Result


How This One App Changed Her Fortune Is Incredible! Find Out How!

Live Result

সম্প্রতি, “৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সারজিস আলম” শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।


অর্থাৎ, দাবি করা হয়েছে আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেফতার হয়েছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন।


এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউব প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৪ লক্ষাধিক বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় সাড়ে ১০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে দেড় হাজারেরও অধিক বার মন্তব্য করা হয়েছে।


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটিতে প্রচারিত ৩২ কোটি টাকার দায়ে গ্রেফতার হলো সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালালো সারজিস শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।


আরও পড়ুনঃ ভারতে গেলে বলে দেশ বিক্রি করে দিয়েছি, চীনে গেলে বলে কিছুই দেয়নি : প্রধানমন্ত্রী

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, প্রকাশিত এই ভিডিওতে রাফির গ্রেফতার কিংবা সারজিসের দেশ ছেড়ে পালানোর বিষয়ে কোন তথ্য নেই বরং ভিডিওটিতে অন্তরবর্তীকালীন সরকারের সমালোচনা করে একজন রিকশা চালকের সাক্ষাৎকার রয়েছে।


প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে খান তালাত মাহমুদ রাফি ও সারজিস আলমের বিষয়ে এমন কোন তথ্য পাওয়া যায়নি।


গত ১২ জানুয়ারি (রোববার) সারজিস আলমের দেশ ছেড়ে পালানোর দাবি করা হলেও, ওইদিন তিনি মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা-বাগানে চা-শ্রমিক সমাবেশে যোগদান করেন। দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো। এ বিষয়ে সংবাদ প্রচার করেছে।


আরও পড়ুনঃ ২০ তারিখের অপেক্ষায় আছি, বাংলাদেশকে হুঁশিয়ারি দিল ভারত

এছাড়া, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুড়িগ্রামে শহরে ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচিতে যোগ দেয়ার পর নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন সারজিস আলম।


এদিকে সহ-সমন্বয়ক রাফি তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে গত ১৩ জানুয়ারি এক পোস্টে তার ওপর হামলার এবং অর্থ আত্মসাদের অভিযোগের প্রতিবাদে লিখেন, ‘এই পথে নতুন হওয়ার কারণে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমরা সব ধরনের সীমাবদ্ধতাকে স্বীকার করি। কিন্তু আমাদের এই ছোটখাটো সমন্বয়হীনতাকে পুঁজি করে, ছোটখাটো দুর্বলতা গুলোকে কাজে লাগিয়ে যদি অন্য কোন ষড়যন্ত্রকারী গোষ্ঠী অথবা কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রহণযোগ্যতা কে নষ্ট করতে চায়, আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে যদি কেউ ধ্বংস করে দিতে দিতে চায়, ধুলোয় মিশিয়ে দিতে চায়, বিভাজিত করতে চায়, অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’


আরও পড়ুনঃ অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক কুষ্টিয়ার পরিবহন শ্রমিকদের

তাছাড়াও, তিনি গত ১২ জানুয়ারি থেকে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত নিয়মিত ফেসবুকে সক্রিয় থেকে নানা মতামত জানিয়েছেন।


অর্থাৎ, সহ-সমন্বয়ক রাফি গ্রেফতার হননি।


উল্লেখ্য, গত ০৮ জানুয়ারি অনলাইন সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশ এর এক প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিকাশ অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করা হলে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।


সুতরাং, ‘৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সারজিস আলম’ শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যগুলো মিথ্যা।।ন।

Post a Comment

Previous Post Next Post