সকলে ক্ষমা করে দিয়েন, বেঁচে ফিরলে দেখা হবে’

 সকলে ক্ষমা করে দিয়েন, বেঁচে ফিরলে দেখা হবে’

জাহাজের তলা ফেটে গেছে হাতিয়ার উপরে, সকলে ক্ষমা করে দিয়েন। বেঁচে ফিরলে দেখা হবে।’ শনিবার (৪ জানুয়ারি) রাতে এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্টাটাস দেন নোয়াখালীর কবিরহাট উপজেলার মো. আরিফ। এতে তার পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


জানা গেছে, চট্টগ্রাম কুতুবদিয়া থেকে ২২শত টন গম ভোজাই একটি কার্গো জাহাজ ঢাকায় যাওয়ার পথে হাতিয়ার মেঘনা নদীতে আটকা পড়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার সময় হাতিয়ার মেঘনা নদীর বয়ারচরের সবুজ বয়া চ্যানেলে ডুবোচরে এ দুর্ঘটনা ঘটে। আটকা পড়া জাহাজটি মেসার্স সুরভী সিলিং কর্পোরেশন এর সেভেন সিজ-৭। জাহাজে মাস্টার সুকানিসহ ১২জন স্টাফ রয়েছেন। মো. আরিফ সেই জাহাজেই অবস্থান করছেজাহাজের সুকানি ইয়াকুব আরিফ বলেন, শুক্রবার চট্টগ্রাম কুতুবদিয়া থেকে ফ্রেশ কোম্পানির ২২শত টন গম নিয়ে ঢাকার মেঘনার উদ্দেশ্যে রওনা হয়। শনিবার বিকেলে হাতিয়ার মেঘনা নদীর সবুজ বয়া চ্যানেলটি অতিক্রম করার সময় ডুবোচরে জাহাজটি উঠে কাত হয়ে তলা পেটে যায়। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে তারা উদ্ধারের জন্য বোট পাঠাচ্ছেন। জাহাজে যে ১২জন রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের চারপাশে অনেকগুলো বোট টহল দিচ্ছে, কে বা কারা টহল দিচ্ছে তারা তা বুঝতে পারছেন না।


আরও পড়ুনঃ রিয়াজদের আত্মত্যাগ বৃথা যাবে না : আসিফ

হাতিয়া নৌ-পুলিশ ইনচার্জ আজিজুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সেভেন সিজ-৭ জাহাজের সুকানির সঙ্গে কথা হয়েছে, তারা নিরাপদে আছেন। তবে জাহাজে থাকা সদস্যরা গভীর রাতে ডাকাতির আশঙ্কা করছেন। ইতোমধ্যে ঘাট থেকে দুটি ট্রলার গেছে। তবে তলা ফেটেছে কিনা তা পরবর্তী জোয়ার এলে বুঝা যাবে।ন।

Post a Comment

Previous Post Next Post