তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫৩
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়, তিব্বতের সিগাজ শহরে এবং এর আশপাশে কমপক্ষে ৫৩ জন নিহত ও ৬২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছেতিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫৩
নিজেস্ব প্রতিবেদক
By
নিজেস্ব প্রতিবেদক
January 7, 2025
Updated: 3 minutes ago
Suggested News
2-3 ঘন্টার জন্য শক্তিশালী শক্তি, যে কোনো বয়সে!
You Have 2 Free Spins To Get ৳105,000 Bonus!
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, তিব্বতের সিগাজ শহরে এবং এর আশপাশে কমপক্ষে ৫৩ জন নিহত ও ৬২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে।
Promoted Content
10 Struggles Only Women With Fuller Busts Will Understand
Herbeauty
Best Summer Diets For A Perfect Beach Body
Herbeauty
Have You Tried This Viral Toothpaste And Vaseline Hack?
Buzz Day
চীন জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।
আরও পড়ুনঃ আবাসিক হোটেলে মিলল যুবলীগ নেতার মরদেহ
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিচীনা বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা এবং ড্রোন পাঠিয়েছে, যেটি মাউন্ট এভারেস্টের পাদদেশে অবস্থিত এবং যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে রয়েছে। এলাকার বিদ্যুৎ ও পানি উভয়ই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হতাহতের সংখ্যা কমাতে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের জন্য সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুনঃ সুশান্ত পালের ১৮ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ ‘উধাও’তীয় বৃহত্তম শহর সিগাজের কাছে।।
Post a Comment