শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে যা জানা গেল
শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে যা জানা গেলনিজেস্ব প্রতিবেদক
By
নিজেস্ব প্রতিবেদক
January 11, 2025
Updated: 2 hours ago
Suggested News
Your Last Chance To Get Rich - Spin the wheel now
৳105,000 বোনাস পেতে আপনার 2টি ফ্রিস্পিন আছে!
শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে যা জানা গেল
বছর শুরুর আগেই সপ্তাহে শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, “ব্রেকিং নিউজ: শিক্ষার নতুন সূর্যোদয়! ২০২৫ থেকে শনিবার ক্লাস, শুক্রবার পূর্ণাঙ্গ ছুটি। দেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন! ২০২৫ সাল থেকে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, আর সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার। নতুন এই উদ্যোগ শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় এনে দেবে এক নতুন অধ্যায়, বলছে সংশ্লিষ্ট মহল।”
আরও পড়ুনঃ সাবেক ডিএমপি কমিশনারসহ পুলিশের ১৫ কর্মকর্তা বদলি ও পদায়ন
এমন তথ্য ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। এই দাবির বিষয়ে ফ্যাক্টচেক করেছে বুম বাংলাদেশ। এতে বলা হয়েছে, ‘বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি পর্যবেক্ষণ করে সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবারই থাকছে বলে নিশ্চিশনিবার স্কুল খোলা থাকার বিষয়ে যা জানা গেল
নিজেস্ব প্রতিবেদক
By
নিজেস্ব প্রতিবেদক
January 11, 2025
Updated: 2 hours ago
Suggested News
Your Last Chance To Get Rich - Spin the wheel now
৳105,000 বোনাস পেতে আপনার 2টি ফ্রিস্পিন আছে!
শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে যা জানা গেল
বছর শুরুর আগেই সপ্তাহে শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, “ব্রেকিং নিউজ: শিক্ষার নতুন সূর্যোদয়! ২০২৫ থেকে শনিবার ক্লাস, শুক্রবার পূর্ণাঙ্গ ছুটি। দেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন! ২০২৫ সাল থেকে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, আর সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার। নতুন এই উদ্যোগ শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় এনে দেবে এক নতুন অধ্যায়, বলছে সংশ্লিষ্ট মহল।”
আরও পড়ুনঃ সাবেক ডিএমপি কমিশনারসহ পুলিশের ১৫ কর্মকর্তা বদলি ও পদায়ন
এমন তথ্য ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। এই দাবির বিষয়ে ফ্যাক্টচেক করেছে বুম বাংলাদেশ। এতে বলা হয়েছে, ‘বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি পর্যবেক্ষণ করে সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবারই থাকছে বলে নিশ্চিত হওয়া গেছে।’
Promoted Content
2-3 ঘন্টার জন্য শক্তিশালী শক্তি, যে কোনো বয়সে!
ShilaZen
This 28-Year-Old Makes $200 Daily—Find Out How She Does It!
Live Result
How This One App Changed Her Fortune Is Incredible! Find Out How!
Live Result
এর আগে গত ২৩ ডিসেম্বর, ২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি ও ছুটির এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় শুক্র ও শনিবার দু’দিনই সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে।
আরও পড়ুনঃ জামায়াত আমিরের প্রতিষ্ঠানে চাকরি করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানও
এ বিষয়ে রহিমা আক্তার জানান, শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছুটির বাইরে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাশিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে ৫ নম্বর অনুচ্ছেদে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দু’দিন ছুটি থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। এ ছুটি ছাড়া আগামী বছরের মোট ছুটি থাকবে ৭৬ দিন।
আরও পড়ুনঃ পাকিস্তানি বলে গুলিস্তানের কাপড় বিক্রি করেন তনি!কবে। শিক্ষাপঞ্জির এই তথ্যই সঠিক।ত হওয়া গেছে।’
Post a Comment