বাতিল হয়ে যেতে পারে ৫০০ টাকার নোট!

 বাতিল হয়ে যেতে পারে ৫০০ টাকার নোট!

ভারতের গণমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বর্তমানে সবচেয়ে বড় নোট হল,৫০০ টাকার নোট।আগে ভারতীয় মুদ্রায় ১০০০ ও ২০০০ নোট থাকলেও তখন দেশটির কেন্দ্রীয় সরকার পরবর্তী কালে তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।


সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে ৫০০ টাকার নোট নিয়ে বিশেষ সতর্কতা দেওয়া হয়।যেখানে বলা হয়,ভারতের বাজারে ৫০০ টাকা জাল নোটের পরিমাণ প্রায় ৩১৭ শতাংশ বেড়েছে ।


তথ্য অনুসারে, ভারতে, ২০১৮-১৯ অর্থবর্ষে ২১,৮৬৫ মিলিয়ন পিস (mpcs) থেকে ২০২২-২৩ অর্থবছরে ৯১,১১০ মিলিয়ন পিস জাল রুপির নোট বেড়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে, এটি ১৫ শতাংশ কমেছে এবং এই সংখ্যা ৮৫,৭১১ মিলিয়ন পিস হয়েছে।সেজন্যই জনগণকে সতর্ক করতেই জাল নোট নিয়ে বিশেষ নির্দেশনা দিল ভারত সরকার।


আরও পড়ুনঃ আজ শেষ হচ্ছে ভিসার মেয়াদ, কাল থেকে ভারতে ‘উদ্বাস্তু’ শেখ হাসিনা

ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে,যদি এমন জাল টাকার ছড়াছড়ি চলতেই থাকে তাহলে একসময় বাজারে বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটগুলো বাতিল হতেশেখ হাসিনার ভারতে অবস্থান ও তার পরিবারের সদস্যদের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মোদি সরকারের অধীনে শেখ হাসিনা কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন।


তার সঙ্গে দেখা করার অনুমতি নেই কারো, এমনকি তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়েরও। জয় গত আগস্টে ঘোষণা দিয়েছিলেন, তিনি দ্রুত ভারতে এসে মায়ের সঙ্গে দেখা করবেন। কিন্তু পাঁচ মাসেও সেই সাক্ষাৎ সম্ভব হয়নি।


শেখ রেহানা, যিনি ব্রিটিশ নাগরিক এবং যার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির একজন প্রভাবশালী মন্ত্রী, তিনিও পর্দার আড়ালে রয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক জয়ও বর্তমানে ভারতে আসতে পারছেন না, যা আরও প্রশ্নের জন্ম দিচ্ছে।


আরও পড়ুনঃ লাশের ওপর দাঁড়িয়ে আলোচনায় বসব না: আন্দোলনকারীরা

শেখ হাসিনার শাসনামলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দীর্ঘদিন দেশে ফেরার সুযোগ পাননি। এমনকি আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তারেক রহমান জানাজায়ও অংশ নিতে পারেননি। আজ সেই ইতিহাস যেন অন্যভাবে হাসিনা পরিবারে ফিরে এসেছে।


বাংলাদেশ আওয়ামী লীগের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের ওপরও চাপ বাড়ছে। এর মধ্যে বেগম খালেদা জিয়া লন্ডনে রয়্যাল ফ্যামিলির চিকিৎসা ক্লিনিকে সেবা পাচ্ছেন।

সুত্র: জনকণ্ঠ পারে।

Post a Comment

Previous Post Next Post