দুই লাখ দিয়েন’—স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদা চাওয়ার ফোন রেকর্ড ভাইরাল
পটুয়াখালীর দুমকী উপজেলার স্বেচ্ছাসেবক দলের এক নেতার চাঁদা চাওয়ার ফোন রেকর্ড ফাঁস হয়েছে। অভিযুক্ত নেতা অলিউর রহমানের ফাঁস হওয়া রেকর্ড ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।” জাকিয়া বেগম টিয়ার কাছে চাঁদা চাওয়া দুমকী উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা অলিউর রহমানের এমন ফোন রেকর্ড ভাইরাল হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছেগতকাল বুধবার (২৯ জানুয়ারি) স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আরও পড়ুনঃ নেত্রকোণায় মধ্যরাতে মন্দিরে নাশকতা করতে গিয়ে হিন্দু যুবক আটক
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলার সভাপতি মো. মতিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহনের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গ কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুমকী উপজেলা শাখার সদস্য মো. অলিউর রহমানের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো এবং দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছেসাম্প্রতিক জাকিয়া বেগম টিয়া নামের এক নারীর কাছে মো. অলিউর রহমানের চাঁদা চাওয়ার ফোন রেকর্ড ভাইরাল হওয়ায় দুমকী উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই রেকর্ডে অভিযুক্ত নেতাকে বলতে শোনা যায় ‘দুই লাখ দিয়েন’।
আরও পড়ুনঃ এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে: প্রধান উপদেষ্টা
বহিষ্কৃত নেতা অলিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, অডিও রেকর্ডটি আমার না।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. অহিদুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।।।
Post a Comment