Top News

ছাত্রলীগের পদ নেওয়াকে কৌশল বললেন ছাত্রদল নেতা

 ছাত্রলীগের পদ নেওয়াকে কৌশল বললেন ছাত্রদল নেতা

হলে থাকার জন্য ছাত্রলীগের পদ নেওয়াকে কৌশল বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বকুল। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জিয়া সাইবার ফোর্সের নবগঠিত পাবিপ্রবি শাখার আহ্বায়ক।


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের (জেসিএফ) পাবিপ্রবি শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে পাঁচজন ছাত্রলীগের নেতাকর্মীর পদ পাওয়ার প্রেক্ষিতে তিনি একথা বলেমঙ্গলবার (৭ জানুয়ারি) জেসিএফের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মুহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।


আরও পড়ুনঃ যুবদল নেতার সহযোগিতায় ভারতে পালান ওবায়দুল কাদের

এতে সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বকুলকে এবং সদস্য সচিব করা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. ওলিউল্লাহকেতবে বিতর্কের সূত্রপাত কমিটির অন্য সদস্যদের পরিচয় নিয়ে। কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ক্রীড়া সম্পাদক ও সমাজকর্ম বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. আশিক কবির। ২নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুর ইসলাম বাবুর অনুসারী ও পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম রাতুল, ৩নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান পাবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন অনুসারী ও ট্যুরিজম বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মো. রুহুল আমিন। সদস্য হিসেবে দায়িত্ব পান পাবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান রেইনের অনুসারী ও ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সাইফ সরকার এবং পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর অনুসারী ও ট্যুরিজম বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো. ইমরান হোসেন।


আরও পড়ুনঃ বই বিতরণ অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার ছবি, যা বলছে কর্তৃপক্ষ

জিয়া সাইবার ফোর্সের কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের পদ পাওয়ার বিষয় জানতে চাইলে পাবিপ্রবি জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বকুল কালবেলাকে বলেন, আমি যতটুকু খোঁজখবর নিয়েছি তাতে তারা যে ছাত্রলীগ করতো সেই রকম কোনো তথ্য পাইনি। আর আশিকের বিষয় হলো- সে আমার এলাকারই, তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ক্যাম্পাসে হলে থাকার জন্য সে হয়ত এতদিন কৌশল অবলম্বন করেছে।।ন।

Post a Comment

Previous Post Next Post