আল্লাহর আইন শুধু মুসলমান নয় সবার জন্য: জামায়াতের আমির

 আল্লাহর আইন শুধু মুসলমান নয় সবার জন্য: জামায়াতের আমির

Logo

Sponsored Content




হুইল স্পিন করুন এবং বিশেষ পুরস্কার জিতুন!

Pari Match


ভাগ্যের চাকা ঘুরিয়ে ঘরে তুলুন বিশাল পুরষ্কার!

Parimatch

আল্লাহর আইন শুধু মুসলমান নয় সবার জন্য: জামায়াতের আমির

By

দিগন্ত বার্তা ডেস্ক

January 5, 2025


You may like


Your Last Chance To Get Rich - Spin the wheel now

চাকা ঘোরান, জ্যাকপটে হিট করুন-এখন আপনার জেতার সময়!

কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে দলীয় কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য। শুধু মুসলমানদের জন্য নয়। আমরা সেই আইনের জন্য লড়াই করছি। এখন কেউ আমাদেরকে যা বলতে চাই বলুক। এশফিকুর রহমান বলেন, দেশবাসীর স্বার্থ সংরক্ষণের লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন। আমরা আপনাদের ভালোবাসার কাঙাল। আমরা আপনাদের দোয়া চাই, সাহায্য ও সমর্থন চাই। এ লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই। এ লড়াইয়ে আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। সাংবাদিক বন্ধুদের এ লড়াইয়ে অংশীদার হিসেবে দেখতে চাই।


আজ শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন। এ সময় নেতা–কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন একটা দেশ কি আপনারা চান যে সমাজে চাঁদাবাজি থাকবে না, যে সমাজে ঘুষখোর থাকবে না, যে সমাজে দখল বাণিজ্য চলবে না, মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যে সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না। তাঁর জন্য লড়াই করতে হবে। আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে। জায়গায় কোনো আপস নেই।

Post a Comment

Previous Post Next Post