ফেনীতে প্রবাসী আওয়ামী লীগ নেতার সংবর্ধনায় ডিসি-পুলিশ সুপার, বিএনপি নেতারা
ফেনীতে কাতারস্থ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম সাখাওয়াত হোসেন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দিয়েছেন আলোকিত ফেনী ফাউন্ডেশন। এ নিয়ে জেলাজুড়ে নানা আলোচনা চলছে।জানা গেছে, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এম সাখাওয়াত হোসেন খানের বাড়ি। ২০২৩ সালে কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন তিনি। তার আগে থেকেই তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। সম্প্রতি এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। অনুষ্ঠানের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এম সাখাওয়াত হোসেনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণসহ নানা
ফেনীতে প্রবাসী আওয়ামী লীগ নেতার সংবর্ধনায় ডিসি-পুলিশ সুপার, বিএনপি নেতারা

ফেনীতে কাতারস্থ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম সাখাওয়াত হোসেন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দিয়েছেন আলোকিত ফেনী ফাউন্ডেশন। এ নিয়ে জেলাজুড়ে নানা আলোচনা চলছে।
জানা গেছে, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এম সাখাওয়াত হোসেন খানের বাড়ি। ২০২৩ সালে কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন তিনি। তার আগে থেকেই তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। সম্প্রতি এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। অনুষ্ঠানের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এম সাখাওয়াত হোসেনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণসহ নানা চিত্র উঠে আসে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।
ফেসবুকে বেলাল হোসাইন নামে এক ব্যক্তি লিখেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের অর্থদাতা এম সাখাওয়াত হোসেন খান কাতারস্থ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কাতারে তার বাসায় ফেনী পৌর মেয়রসহ কয়েকজন কমিশনার, যুবলীগের দায়িত্বশীল নেতা ও ইউনিয়ন চেয়ারম্যানের অবস্থান রয়েছে। আর আমরা তাঁকে সংবর্ধনা দিচ্ছি। কী জবাব দেবেন ৪ আগস্টের বীর শহীদদের? অর্থের কি ক্ষমতা।’
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী এক পোস্টে মন্তব্য করেন, ‘টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাচ্ছে। কিছু টাকার বিনিময়ে আওয়ামী পরিবারের লোককে সংবর্ধনা দিচ্ছে।’ চিত্র উঠে আসে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।
Post a Comment