সামরিক ঘাঁটি চাইলে ফেরত দিতে হবে আসাদকে

 সামরিক ঘাঁটি চাইলে ফেরত দিতে হবে আসাদকে


রাশিয়াকে সিরিয়ার প্রস্তাব
সামরিক ঘাঁটি চাইলে ফেরত দিতে হবে আসাদকে
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আসাদকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে সিরিয়ার সামরিক ঘাঁটি পুতিন বাহিনী ব্যবহার করতে পারবে বলে জানান তিনি। রাশিয়ার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দামেস্ক সফরে গেলে এ আহ্বান জানান শারা।

গেল বছরের শেষ দিকে তাহরির আল শাম ‘এইচ.টি.এস’ আচমকা হামলা চালায় সিরিয়ার বিভিন্ন শহরে। তাদের অভিযানের মুখে অনেকটা লড়াই ছাড়াই পিছু হটে নিরাপত্তা বাহিনী। এইচটিএস রাজধানী দামেস্কে হামলা চালালে দেশ ছেড়ে পালান বাশার আল-আসাদ। এরপর থেকেই তিনি রাশিয়ায় অবস্থান করছেন।দীর্ঘদিনের মিত্র বাশার আল-আসাদের পতনের পর প্রথমবার সিরিয়া সফরে গেছেন মস্কোর প্রতিনিধি দল। বৈঠক করেন সিরিয়ার নতুন প্রসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে। বিভিন্ন গণমাধ্যমের খবর, বৈঠকে বাশার আল-আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন শারা। বিনিময়ে সিরিয়ার সামরিক ঘাঁটি পুতিন বাহিনী ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্যমতে, দেশটির নতুন প্রশাসন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে হলে রাশিয়াকে অতীতের ভুল স্বীকার করতে হবে। পাশাপাশি সিরিয়ার জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে হবে এবং তাদের স্বার্থ রক্ষা করতে হবে।
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post