Top News

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

 ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

সাভারে অ্যাম্বুলেন্সের পেছনে যাত্রীবাহী দুটি বাসের ধাক্কায় আগুন লেগে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। গতকাল বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত সাতজন।


জানা গেছে, নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেপ্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী দুটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। আগুন বাসেও ছড়িয়ে পড়ে। এ সময় বাসের জানালা ভেঙে ও গেট দিয়ে যাত্রীরা নেমে যায়। তবে, অ্যাম্বুল্যান্স থেকে কোনো যাত্রী নামতে পারেনি।


আরও পড়ুনঃ ভারতে পাঁচ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শিহাব সরকার গণমাধ্যমকে বলেন, একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী দুটি বাসেও আগুন ছড়িয়ে পড়েশিহাব সরকার আরও জানান, খবর পেয়ে রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতেরা সবাই বাসের যাত্রী।


আরও পড়ুনঃ ফরিদপুরে প্রতিমা ভাঙচুর : ১ জন সন্দেহভাজন ভারতীয় গ্রেফতার।ন।

Post a Comment

Previous Post Next Post