নতুন বই নিতে ১০০ টাকা করে নিয়েছে প্রতিষ্ঠান, অভিভাবকদের ক্ষোভ

 নতুন বই নিতে ১০০ টাকা করে নিয়েছে প্রতিষ্ঠান, অভিভাবকদের ক্ষোভ

মু্ন্সীগঞ্জে প্রথম থেকে ৪র্থ শ্রেণির নতুন বইয়ের জন্য প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। বিদ্যালয়ের ৫ম শ্রেণি থেকে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ছাড়পত্র দিতেও নেওয়া হয়েছে ২০০ টাকা করে।

টাকা নেওয়ার এমন অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে টাকা নেওয়ার বিষয়টি অসত্য বলে দাবি করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিকদার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন শ্রেণির কমপক্ষে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী এবং কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা হলে তারা এসব অভিযোগ করেন।

তারা জানান, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ করে দিয়েছে। সেখানে বিনোদপুর সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কেউ সে নিয়ম মানছেন না। সরকার বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ে বই দিয়েছে। ছাড়পত্রও দেওয়ার কথা ছিল বিনামূল্যে।

Post a Comment

Previous Post Next Post