বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, দেশটিকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করা হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার।বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবর দৈনিক মিনিট মিরইশাক দার বলেন, পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ হয়েছে। আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে, আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। আমার ঢাকা সফরের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতার মূল অংশীদার।
আরও পড়ুনঃ ব্যারিস্টার সুমনের দুই চোখে হাহাকার, আদালতে কেঁদে বুক ভাসালেন
এ সময় গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রকাশ্য নিন্দা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।র।
Post a Comment