আকাশ থেকে লস অ্যাঞ্জেলেসে নরক দেখেছেন পাইলট, আগুনের ত্রাসে সব হারানোর পথে লস অ্যাঞ্জেলেস?
বিষয়ে শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, ‘বিষয়টি যেভাবে ছড়িয়ে গেছে আসলে সে রকম সিরিয়াস কিছু হয়নি। তবে শুক্রবারে গাড়ির চাপ বেশি থাকায় তিনি (বিএনপির নেতা) টোলের বুথে প্রবেশ করে টোলকর্মীকে বকাঝকা করেন। ওই সময় আমাদের কর্মী কথা বলেনি।’
আরও পড়ুনঃ প্রাণ রক্ষায় আশ্রয় নেয়া ৬১৫ জন সেনানিবাস ছেড়েছেন: আইএসপিআর
তিনি বলেন, ‘ওই সময় গাড়িবহরে সিটি মেয়র ছিলেন। তিনিও আটকা পড়ায় পরে গাড়ি থেকে নেমে বিকল্প পথে হেঁটে জুমার নামাজ পড়তে চলে যান। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ-সওজকে জানানো হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে নাজমুল মোস্তফা আমিনের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
Post a Comment