হাসপাতালে ‘মৃত’ ঘোষণা, জীবন ফিরল রাস্তার স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে
হাসপাতালে ‘মৃত’ বলেই ঘোষণা করেছিলেন চিকিৎসক। কিন্তু হাসপাতাল থেকে বাড়ি নেয়ার পথে স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে জেগে ওঠেন রোগী। অবাক করা এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোলহাপুরে।মহারাষ্ট্রের কোলহাপুর জেলার কাসাবা-বাওয়াদার বাসিন্দা ৬৫ বছর বয়সি পান্ডুরং উলপে গত ১৬ ডিসেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে ‘মৃত’ ঘোষণা করেহাসপাতালে ‘মৃত’ ঘোষণা, জীবন ফিরল রাস্তার স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে
By
এশিয়ান ডেস্ক
January 3, 2025
Sponsored Content
2-3 ঘন্টার জন্য শক্তিশালী শক্তি, যে কোনো বয়সে!
Your Last Chance To Get Rich - Spin the wheel now
হাসপাতালে ‘মৃত’ বলেই ঘোষণা করেছিলেন চিকিৎসক। কিন্তু হাসপাতাল থেকে বাড়ি নেয়ার পথে স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে জেগে ওঠেন রোগী। অবাক করা এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোলহাপুরে।
মহারাষ্ট্রের কোলহাপুর জেলার কাসাবা-বাওয়াদার বাসিন্দা ৬৫ বছর বয়সি পান্ডুরং উলপে গত ১৬ ডিসেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে ‘মৃত’ ঘোষণা করেন।
এরপর একটি অ্যাম্বুলেন্স ডেকে ‘লাশ’ নিয়ে হাসপাতাল থেকে বাড়ির পথে যাত্রা শুরু করে পরিবারের সদস্যরা। এদিকে মৃত্যুর খবর শুনে প্রতিবেশী ও আত্মীয়-স্বজন মৃতের বাড়িতে জড়ো হন। শুরু হয় শেষকৃত্যের প্রস্তুতি। কিন্তু এর মধ্যে ঘটল সেই অবাক করা ঘটনাটি।
আরও পড়ুনঃ সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
ঘটনার বর্ণনা দিয়ে পান্ডুরং উলপেরর স্ত্রী বলছিলেন,
আমরা যখন হাসপাতাল থেকে তার ‘লাশ’ বাড়িতে নিয়ে আসছিলাম, অ্যাম্বুলেন্সটি হঠাৎ একটি স্পিড ব্রেকারের ওপর দিয়ে চলে গেল এবং তাতে ঝাঁকুনি লাগে। আমরা লক্ষ্য করেলাম যে তার আঙ্গুল এপরিবারের অন্য এক সদস্য জানান, এরপর তাকে আবার অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রায় ১৫ দিন ছিলেন। এ সময় তার একটি এনজিওপ্লাস্টি করা হয়। এতে তিনি শ্মশানে যাওয়ার পরিবর্তে জীবিত হয়ে ওঠেন। এরপর গত সোমবার (৩০ ডিসেম্বর) হাসপাতাল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন তিনি।
আরও পড়ুনঃ হঠাৎ ইসরায়েলে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ
এর আগে গত বছরের নভেম্বরে ঠিক একই ধরনের আরেকটি ঘটনা ঘটে ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলায়। ২৫ বছর বয়সি এক বাক্প্রতিবন্ধী যুবককে ‘মৃত’ ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর তার লাশ মর্গ থেকে চিতায় নিয়ে যাওয়া হয়।কটু নড়াচড়া করল।ন।
Post a Comment