কৃষকের ৫০০ কলাগাছ কেটে দিল যুবলীগ কর্মীরা

 কৃষকের ৫০০ কলাগাছ কেটে দিল যুবলীগ কর্মীরা

পাবনার ঈশ্বরদীতে কৃষকের অন্তত ৫০০ কলাগাছ কেটে ফেলেছে স্থানীয় যুবলীগ কর্মীরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাশুড়িয়ার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, প্রকাশ্যে এসব কলাগাছ কাটার নেতৃত্ব দেন ওই এলাকার যুবলীগ কর্মী মুক্তার হোসেন। এ সময় তার সাথে ছিলেন আরো ১০-১৫ জন।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান।

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কলার আবাদ করছিলেন ইমরান। তবে পাশেই মুক্তার হোসেন নামের ওই এলাকার যুবলীগ কর্মী জমি ক্রয় করে৷ পরে কৌশলে ইমরানের জমি দখলে নেয়ার চেষ্টা করে। জমি দখলে বাধা দেওয়ায় জোরপূর্বক প্রকাশ্য দিবালোকে কলাগাছগুলো কেটে ফেলেন মুক্তার হোসেন ও তার অনুসারীরা।

এ সময় অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাব ধারণা করছেন ভুক্তভোগী কৃষক। শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইমরান।

Post a Comment

Previous Post Next Post