গণঅভ্যুত্থান না হলে আমি ওসি হতে পারতাম না’

 গণঅভ্যুত্থান না হলে আমি ওসি হতে পারতাম না’

আপনারা, আমার চেয়ে আপনারা ভালো জানেন। আপনারা ঠিকমতো বাড়িতে থাকতে পারেননি। আমি পুলিশ, এখানে হয়তো অন্য আরেকজন ছিল, আমাকে বাধ্য করেছে। হয়তো আপনারা আমাকে দেখে বলছেন, এ বড় বড় কথা বলে। আসলে না, আমিও ছিলাম, ওরকম নির্যাতিতই ছিলাম। ৫ তারিখের এই গণঅভ্যুত্থান না হলে আমি আজ এই থানার ওসি হতে পারতাম না। এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনাদের অনেক কষ্টের ফলে, ত্যাগের পরে আজকে আপনারা এ পর্যন্ত আসতে পেরেছেন।’

তিনি আরও বলেছেন, ‘আজ ১৫ বছর পরে আপনারা যেমন এক জায়গায় একত্র হতে পারছেন, সবাই সবার সঙ্গে কথা বলতে পারছেন, তেমন আপনাদের জেলার নেতারাও সবাই আসছে এখানে। আমি সবাইকে অনুরোধ করব, যে সুযোগটা এসেছে, সেটার সৎ ব্যবহার করেন। আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে আপনাদের মধ্যে থেকে তৃতীয়পক্ষ সুযোগ নেবে। সবাইকে বিনীত অনুরোধ করি। এই প্রোগ্রাম আপনাদেরই। আমি কেন পুলিশ হয়ে আসব। তারপরও আসলাম। আমার থানার সামনে, আসতে হবে, মনও চায়, কিন্তু সব জায়গায় সব কথা বলা যায় না।

‘আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি, কেউ কোনো ঝামেলা করবেন না। যারা লাঠি নিয়ে এসেছেন, তারা পতাকাটা নেন, আর লাঠিটা একপাশে রাখেন। আপনাদের প্রোগ্রাম, আপনাদেরই দল। আমি বারবারই অনুরোধ করি, কেউ কোনো ঝামেলা করবেন না। শান্তিপূর্ণভাবে সমাবেশ হোক। এজন্যই আপনারা এসেছেন, আর আমরা আপনাদের সেবা দিতে এসেছি। আমরা আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আপনাদের নেতারা একটু পরেই স্টেজে আসবেন। আপনারা প্লিজ শান্ত থাকবেন। সব হিংসা-বিদ্বেষ ভুলে যান। আপনাদের মধ্যে হিংসা থাকলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে, এই সুযোগ দেওয়ার দরকার নেই। আপনারা দয়া করে এই সুযোগ দেবেন না। নেতাকর্মীদের উদ্দেশ্যে ওসি দুইহাত তুলে বলেন, আপনারা ঝামেলা করবেন না তো? তখন উপস্থিত নেতাকর্মীরা ওসিকে উদ্দেশ্য করে বলেন যে, তারা কোনো ঝামেলা করবেন না।

প্রসঙ্গত, খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post