মধ্যরাতে মিছিল, ৫ আগস্টের মতো ছাত্র-জনতাকে রাজপথে নামার আহ্বান
রাজধানীর বাংলা মোটরে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলা মোটর থেকে মিছিলটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করেন সংগঠনের নেতাকর্মীরা।এই মিছিলের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ৫ আগস্টের মতো ছাত্র-জনতাকে আজ মঙ্গলবার রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিসাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ
রাত ১২টা ৪০ মিনিটে বাংলামোটরে এ কথা বলেন তিনি। পরে বাংলা মোটর থেকে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করে।
তবে ‘জুলাই বিপ্লব’ এর ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান স্থগিত করা হলেও শহীদ মিনারে সমাবেশ হবে বলে জানা গেছে। এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান সমকালকে বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী শহীদ মিনারে তাঁরা সমাবেশ করবেন। সেখানে তাঁরা সবাই জড়ো হয়ে জুলাই অভ্যুস্থানের পক্ষে প্রস্তাবনা তুলে ধরবেন।নি
Post a Comment