Top News

অবৈধ জুয়ার অ্যাপের প্রচারণায় জান্নাতুল পিয়া, যা বললেন এ অভিনেত্রী

 অবৈধ জুয়ার অ্যাপের প্রচারণায় জান্নাতুল পিয়া, যা বললেন এ অভিনেত্রী

জুয়ার অ্যাপের প্রচারণায় তারকাদের অংশ নেয়া কিংবা সংশ্লিষ্টতা নতুন কিছু নয়। এর আগে অনেক তারকাই এ কারণে শিরোনামে উঠে এসেছেন। কেউ কেউ আবার জুয়ার অ্যাপের স্পন্সরের মাধ্যমেও যুক্ত থেকেছেন। এবার এ তালিকায় দেখা মিলল আইনজীবী এবং মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়াকে।শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেটের আসর বিপিএএল। এই বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতার অনুষ্ঠানে কথা বলতে দেখা গেছে অভিনেত্রী পিয়াকে। শোবিজের বাইরে তিনি একজন আইনজীবী। তার মতো সচেতন মানুষ কীভাবে জুয়ার অ্যাপ স্পন্সর হলেন―তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।আরও পড়ুন: শব্দদূষণের অভিযোগে মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দিলজিতকে


এদিকে জানা গেছে, মডেল পিয়া যে জুয়ার অ্যাপের টি-শার্ট পরে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, সেটি দেশের সেরা জুয়ার এজেন্টদের একটি। যা প্রায় এক দশক আগে চালু হয়।


✪ আরও পড়ুন: সালতামামি ২০২৪ : নবীন থেকে প্রবীণ তারকাদের হারানোর বছর


সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

Post a Comment

Previous Post Next Post