শুটিং সেটে ফাঁসির দৃশ্যে সত্যিই ফাঁস লেগে গিয়েছিল : মিশা
আমার প্রতিজ্ঞা’ সিনেমার শুটিংয়ে ফাঁসির দৃশ্যে অভিনয়ের সময় গলায় ফাঁস লেগে গিয়েছিল নন্দিত খল অভিনেতা মিশা সওদাগরের। সম্প্রতি সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেনতিনি বলেন, আমার ফাঁসি হয়ে যায়, আমি জানি না। মেকআপম্যান মাইনুল দেখতে পেয়ে বলে, আরে মিশা ভাইর তো ফাঁসি হয়ে গেছে।
Post a Comment