Top News

সচিবালয়ের নিরাপত্তায় থাকা ডিসি তানভীর আউট, নতুন দায়িত্বে বিল্লাল

 সচিবালয়ের নিরাপত্তায় থাকা ডিসি তানভীর আউট, নতুন দায়িত্বে বিল্লাল

বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তাকে নিয়েও নানা আলোচনা-সমালোচনা হয়েছিল। এর মধ্যেই সচিবালয়ের দায়িত্ব থেকে তাকে ডিএমপির পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।অন্যদিকে উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে।

রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তানভীরকে বদলির তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে বিল্লাহ হোসেনকে পদায়নের কথাও জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post