সবুজে ছেয়ে যাবে আরব, মিলে যাচ্ছে মহানবীর ভবিষ্যদ্বাণী

 সবুজে ছেয়ে যাবে আরব, মিলে যাচ্ছে মহানবীর ভবিষ্যদ্বাণী

মহানবী হজরত মোহাম্মদ (সা.) বলেছিলেন, কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ আরব ভূখণ্ড আবারও তৃণভূমিতে পরিণত না হয়। সে সাথে এখানে নদী প্রবাহিত হবে। অর্থাৎ পৃথিবী ধ্বংসের আগে আরবের মরুভূমিগুলো সবুজে ছেয়ে যাবে এবং সেখানে নদীর সৃষ্টি হবে। মহানবীর সে কথা যেন হুবহু মিলে যাচ্ছে। এখন প্রায়ই শোনা যায়- সবুজে ছেয়ে গেছে আরবের মরুভূমির বিস্তীর্ণ এলাকা।মহানবী (সা.)-এর কথা যে মিলে যাচ্ছে তার প্রমাণ দিলেন জলবায়ু বিশেষজ্ঞ ড. আব্দুল্লাহ আল মিসনাদ। তিনি জানিয়েছেন, এখনকার উত্তপ্ত মরুভূমি একটি সময় তৃণভূমিতে পরিণত হতে পারে। সঙ্গে এখানে প্রবাহিত হতে পারে নদীও। তিনি জানান, চারভাবে মরুভূমিগুলো সবুজে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। দ্য নিউ আরবের এক প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে।


আরও পড়ুনঃ দ্রুত বিয়ে করার আমল

তার মতে, প্রথম হতে পারে মানব-প্ররোচিত জলবায়ু পরিবর্তনের কারণে। দাবি করেন, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আবহাওয়ার ধরন পরিবর্তনের কারণে এ অঞ্চলের শুষ্ক আবহাওয়া পাল্টে যেতে পারে। এতে করে আরব সাগর এবং ভারত মহাসাগর থেকে আদ্র বাতাস এই অঞ্চলে ঢুকবে। ফলে এর প্রভাবে সেখানে প্রচুর বৃষ্টিপাত হবে। এতে ৭ হাজার বছর আগে আরব উপদ্বীপ যেমন সবুজ ছিল এটি আবার তেমন হয়ে যাবে।

Post a Comment

Previous Post Next Post