‘জাতীয় সঙ্গীত প্রসঙ্গে সরব, সার্বভৌমত্বে নিরব কেন’, প্রশ্ন আসিফ নজরুলের

 ‘জাতীয় সঙ্গীত প্রসঙ্গে সরব, সার্বভৌমত্বে নিরব কেন’, প্রশ্ন আসিফ নজরুলের

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রশ্ন ছুড়েছেন, ‘জাতীয় সংগীত ইস্যুতে যারা সরব ছিলেন, দেশের সার্বভৌমত্বের ইস্যুতে তাদের অনেকে নীরব কেন?’

গত সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছিলেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

সে সময় তার বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সমর্থকরা। এছাড়াও বাম ঘরানার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকরাও প্রতিবাদ জানিয়েছিল। বিষয়টি দেশের সার্বভৌমত্বকে খাটো করা হচ্ছে বলে অভিযোগ ছিল তাদের।

কিন্তু এখন দেশের সার্বভৌমত্ব প্রশ্নে ভারতের আগ্রাসন ইস্যুতে তাদের অনেকেই নীরব আছেন। এ বিষয়টি ইঙ্গিত করেই আসিফ নজরুল ওই পোস্ট দিয়েছেন।

আসিফ নজরুলের সেই পোস্ট দেওয়ার পর ৫২ মিনিটের মধ্যে ৫৬ হাজার রিঅ্যাক্ট জমা পড়েছে। শেয়ার হয়েছে ৩ হাজার ২০০টির বেশি। আর কমেন্ট জমা পড়ছে অগণিত।

অনেকেই ড. আসিফের প্রশ্নের জবাবে লিখেছেন, তারা দেশপ্রেমিক না, তারা ভারতপ্রেমী।

Post a Comment

Previous Post Next Post