আরও কমলো ভারতীয় রুপির দাম
মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হয়েছে ভারতীয় মুদ্রা রুপির। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রুপির দর কমে যেকোনো সময়ের চেয়ে সর্বনিম্নে নেমেছে। এর বিপরীতে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। অফশোর চীনা ইউয়ানের দাম কমেও এক বছরে সর্বনিম্ন হয়েছে।
এদিন, ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৪ দশমিক ৭৫ রুপি। যদিও দিন শেষে সামান্য বেড়ে হয় তা হয় ৮৪ দশমিক ৬৮ রুপি। অন্যদিকে, ডলারের সূচক বেড়ে হয় ১০৬ দশমিক ৫০।
Post a Comment