ধর্ষণের হুমকি দি‌য়ে নারী সমন্বয়কের বাড়িতে চিরকুট

 ধর্ষণের হুমকি দি‌য়ে নারী সমন্বয়কের বাড়িতে চিরকুট

বগুড়ায় এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া এক নারী সমন্বয়ককে ধর্ষণের হুমকি দি‌য়ে চিরকুট দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ওই সমন্বয়কের নিজ বাড়ির বারান্দায় তার ছোট ভাই এটি দেখতে পায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

চিরকুটের লেখা হয়েছে, “ম্যাডাম। প্রস্তুত আছেন তো? এত ভয় আন্দোলনে কোথায় ছিল? একা কি একদিনও আসবেন না? সঙ্গী আর কতদিন? এরপর সঙ্গী তো হবো আমরা, তৈরি থাকেন প্রতিরাতে নতুন নতুন সঙ্গী পাওয়ার জন্য। পারলে একা শহরে পা রাইখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

খোঁজ নিয়ে জানা যায়, হুমকি পাওয়া ওই নারী নিজের পরিচয় প্রকাশ করেননি। তবে তিনি বগুড়ার শাজাহানপুরের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। মেয়েটি নিজ বাড়ির বারান্দায় ওই চিরকুটটি পেয়ে গ্রুপে পোস্ট করেন বলে জানিয়েছেন। বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারী সমন্বয়ক ছিলেন দুজন। কিন্তু সেই দুজনের কেউই এমন হুমকির শিকার হননি। তবে নিজের নাম পরিচয় গোপন রাখায় ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সংগঠক নিয়তি সরকার নিতু জানান, আন্দোলনে অংশ নেওয়া এক নারীর বাড়িতে কে বা কারা চিরকুট লিখে সম্মানহানীর ভয় দেখিয়েছে। ইতিপূর্বেই বগুড়ায় এক সহ-সমন্বয়ককে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। একের পর এক এমন অপ্রীতিকর ঘটনায় আন্দোলনে অংশ নেওয়া সমন্বয়কদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, মেয়েটি পরিচয় গোপন করলেও প্রশাসনের নীরব থাকবার কোনো সুযোগ নেই। অনতিবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে বগুড়ায় আন্দোলনে অংশগ্রহণকারীদের জীবনের নিরাপত্তা প্রদানের দাবি জানাই।

এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে সদরের নওদাপাড়া এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবীব সায়েমকে দেয়াল লেখনী ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ দিয়ে মৃত্যুর হুমকি দেন দুর্বৃত্তরা।

Post a Comment

Previous Post Next Post