প্রিয় সন্তানকে একবার দেখতে চাই নয়নের মা

 প্রিয় সন্তানকে একবার দেখতে চাই নয়নের মা

রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান আটপনিয়া গ্রামের ফায়ার সার্ভিসকর্মী সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন। পানির পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।


বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ সচিবালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে নিহত নয়নের বাড়ি গিয়ে দেখা যায় পরিবারে আহাজারিনিহত ফায়ার ফাইটারের নাম সোহানুর জামান নয়ন (২৪)। ২০২২ সালের ২ অক্টোবর চাকরিতে যোগ দিয়েছিলেন নয়ন। তেজগাঁওয়ের ফায়ার সার্ভিসে স্পেশাল ইউনিটে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের ছড়ান আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামান দুদু মিয়ার ছেলে।


আরও পড়ুনঃ নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের বাড়িতে চলছে মাতম। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানচালকের শাস্তির দাবি জানান পরিবার ও স্বজনরা। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবহেলারও অভিযোগ করেন তারা।।

Post a Comment

Previous Post Next Post