জয় শ্রীরাম’ বলে আগরতলায় বাংলাদেশিদের ওপর হামলা

 জয় শ্রীরাম’ বলে আগরতলায় বাংলাদেশিদের ওপর হামলা

রাজীব আরও বলেন, প্রতিবেশী দেশ থেকে এমন আচরণ কখনোই আমরা প্রত্যাশা করিনি।

এদিকে, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীদের সীমান্তে ফিরতে বেশ সমস্যা হচ্ছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশিদের হয়রানির ঘটনায় আখাউড়া দিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বাভাবিকের চেয়ে কম যাত্রী পারাপার হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ১৪১ জন যাত্রী ভারতে গেছেন ও ভারত থেকে বাংলাদেশে এসেছেন ১৪০ জন।

এ বিষয়ে আখড়ার স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, ভারতফেরত বাংলাদেশি যাত্রীরা হোটেল থেকে বের করে দেওয়া, মার্কেটে বাংলাদেশি পরিচয় পেয়ে পণ্য বিক্রিতে বাধা এবং ইমিগ্রেশনে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ভারতের সঙ্গে চলমান এমন উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এ ব্যাপারে ৬০ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা রোধে আমরা প্রস্তুত রয়েছি।

তিনি আরও বলেন, আখাউড়া সীমান্তে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post