বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার

 বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার

পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশন করতে দেখা গেছে। রবিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন চাঁদনী নামের প্রেমিকা।এদিন, সকাল ৯টা থেকে উপজেলার লেবুখালী গ্রামের প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা চাদনী।


চাঁদনী বলেন, চার বছর আগে স্থানীয় ইউনিভার্সিটি স্কয়ারে সাজনের সঙ্গে পরিচয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত দেখা সাক্ষাত চলে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বছরের পর বছর। বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন টালবাহানা করে গত ৫ মাস যাবৎ সাজিন সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে। আজ শুনি সাজিন অন্য মেয়েকে বিবাহ করতে বাড়ি এসেছে। আমি এ বাড়িতে আসার পর সাজিন আমাকে দেখেই বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি সাজনের ঘরের সামনে গেলে তার মা, ফুফু (বদরপুর ইউপি সদস্য) ও বোন আমাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। পরে কিছু সাংবাদিক এসে উপস্থিত হলে তাদের মাধ্যমে মোবাইল ফিরে পাই। আমার মা থানায় অভিযোগ করেছেন।

Post a Comment

Previous Post Next Post