প্রায় ৩২ লাখ টাকা, স্বর্ণালংকার ও সন্তান নিয়ে লাপাত্তা নাসিরের স্ত্রী

 প্রায় ৩২ লাখ টাকা, স্বর্ণালংকার ও সন্তান নিয়ে লাপাত্তা নাসিরের স্ত্রী

প্রচ্ছদপাঁচ মিশালী



প্রায় ৩২ লাখ টাকা, স্বর্ণালংকার ও সন্তান নিয়ে লাপাত্তা নাসিরের স্ত্রী

ডেস্ক রিপোর্ট প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৪

 Share


এবার মাদারীপুরে এক মালয়েশিয়া প্রবাসীর নগদ প্রায় ৩২ লাখ টাকা, ছয় ভরি ওজনের স্বর্ণের হার, চেইন ও আংটি নিয়ে পালিয়েছে তার স্ত্রী। এ ঘটনার পর অভিনব কায়দায় নিজেকে আড়াল করে রেখেছেন ওই নারী। সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের আব্দুর জব্বার হাওলাদারের ছেলে প্রবাসী নাসির হাওলাদার সঙ্গে গত ১১ ডিসেম্বর এই ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় স্ত্রী তানিয়া আক্তারসহ শ্বশুর-শাশুড়ি এবং শ্যালককে আসামি করে অভিযোগ দায়ের করেছেন প্রবাসী নাসির হাওলাদার। কৌশলে ৯ বছর বয়সী ছেলেকেও নিয়ে গেছেন তানিয়া।


google newsকুমিল্লার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এদিকে ভুক্তভোগী নাসির ও তার পরিবার জানায়, দীর্ঘ দিন প্রবাসে ছিলেন নাসির হাওলাদার। এ সময় স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টেই সকল টাকা পাঠিয়েছেন নাসির। সম্প্রতি দেশে ফিরে এসেছেন তিনি। স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানো টাকা ফেরত চাইতে গেলে মনোমালিন্য হয় স্বামী-স্ত্রীর মাঝে। এরই সূত্র ধরে গত ১১ ডিসেম্বর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে ছেলেসহ বাড়ি থেকে পালিয়ে যায় তানিয়া। তানিয়া ফোন বন্ধ রেখেছেন। তবে শ্বশুরবাড়ির লোকজনের কাছে জানতে চাইলে তারা পালিয়ে যাওয়া বিষয়টি অস্বীকার করেন।



ভুক্তভোগী প্রবাসী নাসির হাওলাদার বলেন, আমার সরলতার সুযোগ নিয়ে প্রবাসে থাকা অবস্থায় সমস্ত টাকা আমি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাই, সম্প্রতি আমি দেশে আসলে টাকা চাইতে গেলে বিভিন্নভাবে তালবাহানা করত থাকে আমার স্ত্রী। গত ১১ ডিসেম্বর ব্যাংক থেকে টাকা উঠানোর কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেনি। আমার নগদ ও ব্যাংকে থাকা সব টাকা আত্মসাৎ করেছে। এমনকি আমার ছেলেটিকেও নিয়ে গেছে।



নাসিরের আরেক প্রবাসী ভাই বলেন, আমার ভাইয়ের বউয়ের সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। আমার ভাই আসার পর ব্যাংকে জমা টাকা উঠাতে চাইলে মনোমালিন্য হয়। এরপরই বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে। এরপর তাদের বাসায় একাধিকবার যোগাযোগ করলেও বউ ও ভাতিজার সন্ধান চাইলে নিখোঁজ রয়েছে বলে জানায়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, প্রবাসীর সঙ্গে প্রতারণার একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post