ওই ছেলের সঙ্গে ঘোরাঘুরি করতে মেয়েকে নিষেধ করেছিলাম, শুনতো না’
মুন্সীগঞ্জের শ্রীনগরে মহাসড়কের পাশ থেকে সাহিদা আক্তার নামে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় শ্রীনগর থানায় মামলা করা হয়েছে। প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মামলাটি করেন নিহতের মা জরিনা খাতুন। মামলায় নিহত সাহিদা আক্তারের প্রেমিক তৌহিদকে আসামি করা হয়েছে। নিহতের মরদেহ মায়নাতদন্ত শেষে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে সাহিদা আক্তারকে মুন্সীগঞ্জের মহাসড়কে অন্তত ৫ রাউন্ড গুলি করে হত্যা করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছী ফুটওভার ব্রিজের অদূরে ঢাকামুখী সার্ভিস লেন থেকে উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সকাল ৮টার দিকে স্থানীয়রা প্রথম মরদেহ দেখতে পান। পরে খবর পৌঁছায় পদ্মা সেতু উত্তর থানা ও সেতুর নিরাপত্তা দায়িত্বে থাকা পেট্রোল টিমের কাছে। তারা শ্রীনগর থানা পুলিশকে জানাস্থানীয় কয়েকজন জানান, ভোরে ওই নারীকে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে দাড়িওয়ালা এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে হাঁটতে দেখা যায়। এর আগে সেখানে তর্কে জড়ান তারা। চড়-থাপ্পড় দিতে দেখা যায় ওই নারীকে। তবে গুলি করতে দেখেননি কেউ। বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা পরিচয় শনাক্তের চেষ্টা করে ব্যর্থ হন। বিকেলে নিহত নারীর সঙ্গে থাকা মোবাইলের সিমের সূত্র ধরে পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা।নস্থানীয় কয়েকজন জানান, ভোরে ওই নারীকে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে দাড়িওয়ালা এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে হাঁটতে দেখা যায়। এর আগে সেখানে তর্কে জড়ান তারা। চড়-থাপ্পড় দিতে দেখা যায় ওই নারীকে। তবে গুলি করতে দেখেননি কেউ। বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা পরিচয় শনাক্তের চেষ্টা করে ব্যর্থ হন। বিকেলে নিহত নারীর সঙ্গে থাকা মোবাইলের সিমের সূত্র ধরে পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা।।
Post a Comment