নতুন করে যে পেশা শুরু করছেন সেই সাবরিনা

 নতুন করে যে পেশা শুরু করছেন সেই


সাবরিনাকরোনার সময় আটক হয়েছিলেন ডক্টর সাবরিনা। ভুয়া করোনা রিপোর্টসহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেগুলো বিচারাধীন। জামিনে ছাড়া পাওয়ার পর নানা কারণে আলোচনায় সাবরিনা।


পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু তাই নয় শোবিজের নানা অনুষ্ঠানেও ইদানীং তাকে দেখা যায়। নতুন খবর হলো, এবার নাটকের দেখা যাবে ডা. সাবরিনাকেসম্প্রতি ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা। নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু।


আরও পড়ুনঃ আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা: স্বস্তিকা

এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

১৫ বছর আগে জনপ্রিয় মডেল তারকা, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা। এরপর পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয়ে সময় দিতে পারেননি। অবশেষে আবারও দাঁড়ালেন ক্যামেরার সামনে।


এ প্রসঙ্গে ডা. সাবিরনা বলেন, আমি যেকোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি।।

Post a Comment

Previous Post Next Post