ক্যাম্পাসে ১৬ লাখ টাকা বাকি খেয়ে উধাও ছাত্রলীগের নেতাকর্মীরা
ছাত্রলীগের নেতাকর্মীরা আমার হোটেল থেকে প্রায় ৪ লাখ টাকার বাকি খেয়েছে। তখন ক্ষমতার ভয় দেখিয়ে কথা বলার সুযোগও দিত না। এখনও কোনো টাকা পাইনি।
বাকি খাওয়া ব্যক্তিদের নাম কেন প্রকাশ করবেন না এমন প্রশ্ন করা হলে অধিকাংশ দোকান মালিকরা বলেন, দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে তাদের সেটা জন্য সেটা হুমকি হয়ে দাঁড়াবে। যেহেতু তাদের ব্যবসা করতেই হবে তাই আশঙ্কা করেন নাম প্রকাশ করলে পরবর্তীতে তাদের জন্য ক্ষতি হতে পারে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, আমরা এখনো কোনো অভিযোগ পায় নি। যদি সঠিক তথ্যসহ কেউ অভিযোগ দেয় আমরা তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করবো।
Post a Comment