ঐক্যবদ্ধ হয়ে পথচলার আলোচনায় দুই ইসলামি দলের বৈঠক
![]() |
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মতবিনিময় বৈঠকে উভয় দলের নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথচলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে পরস্পরে খোলামেলা আলোচনা করেন এবং আগামীতে এ রকম মতবিনিময় অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে আরও ছিলেন- প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও মাওলানা লোকমান হোসাইন জাফরী।
অপরদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে আরও ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমি, যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম-মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমি ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল কাসেমিয়।
Post a Comment