Top News

ঐক্যবদ্ধ হয়ে পথচলার আলোচনায় দুই ইসলামি দলের বৈঠক

 ঐক্যবদ্ধ হয়ে পথচলার আলোচনায় দুই ইসলামি দলের বৈঠক

পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে পথচলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে ইসলামপন্থী দুই দলের নেতাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মতবিনিময় বৈঠকে উভয় দলের নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথচলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে পরস্পরে খোলামেলা আলোচনা করেন এবং আগামীতে এ রকম মতবিনিময় অব্যাহত রাখার বিষয়ে একমত হন।


বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে আরও ছিলেন- প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও মাওলানা লোকমান হোসাইন জাফরী।


অপরদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে আরও ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমি, যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম-মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমি ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল কাসেমিয়।

Post a Comment

Previous Post Next Post