ছাত্রদল পরিচয়ে’ ফের গণরুম খুললো ছাত্রলীগের সাবেক কর্মীরা

 ছাত্রদল পরিচয়ে’ ফের গণরুম খুললো ছাত্রলীগের সাবেক কর্মীরা

রাজধানী ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটি কলেজ) একমাত্র পুরুষ (স্নাতক) হলে ফের চালু হয়েছে গণরুম কালচার। এ ঘটনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ২৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা নিয়ম মেনে হলের ভর্তি সম্পন্ন করার পরও তাদের কোনো সিট বরাদ্দ দেয়নি কলেজ প্রশাসন। সিটের কথা বললেই নানা তালবাহানা করে হল সুপার সহযোগী অধ্যাপক মোহাম্মদ আক্কাস আলী।

নবীন এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, তারা হলের সিট চাইলে, হল সুপার সিনিয়রদের কাছে যেতে বলেন। পরে তারা বাধ্য হয়ে ইমিডিয়েট সিনিয়রদের শরণাপন্ন হলে তারাও রুম না দিয়ে গণরুমে তুলে দিয়েছে।

নবীন আরেক শিক্ষার্থী বলেন, ২৮তম ব্যাচের ভাইয়েরা তাদেরকে জোর করে গণরুমে দিয়েছে। তারা থাকতে চাইনি। তাদেরকে শৃঙ্খলা শেখানোর নামে র‍্যাগিং করে এবং মানসিক নির্যাতন করে।

এ বিষয়ে সিনিয়র ব্যাচের শিক্ষার্থী (২৮তম) শেখ হান্নান বলেন, কলেজ প্রশাসনের গাফিলতির কারণে জুনিয়ররা তাদের কাছে আসছে এবং তারা নিরুপায় হয়ে তাদেরকে গণরুমে তুলে দিতে বাধ্য হয়েছে। তবে র‍্যাগিংয়ের বিষয়টি তিনি অস্বীকার করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় তালায় রিডিং রুমের পাশের গণরুম (মূলত হলের এটি গেস্টরুম) বলে পরিচিত রুমটিতে নবাগত শিক্ষার্থীরা অবস্থান করছেন। এর আগে রুমটি তালাবন্ধ ছিল। তবে ২৮তম ব্যাচের শিক্ষার্থী রওশন সম্প্রতি তালা ভেঙে রুমটিতে প্রবেশ করেছেন এবং

Post a Comment

Previous Post Next Post