Top News

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় বাড়ল

 সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় বাড়ল

জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান। ফাইল ছবি

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।


রোববার সচিবালয়ে জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পদ বিবরণী জমা দিতে পারবেন সরকারি কর্মচারীদুর্নীতির লাগাম টানতে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, যা ২০০২–এ সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী পাঁচ বছর পরপর দেয়ার বিধান করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদেরকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেয়া হয়।


দুর্নীতি প্রতিরোধ ও আয়ব্যয়ের স্বচ্ছতা আনতে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে একটি ছক প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় সময় বেঁধে দিয়েছিল ৩০ নভেম্বর পর্যন্ত।


নির্ধারিত সময়ে হিসাব বিবরণী জমা না দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন সচিব।রা।

Post a Comment

Previous Post Next Post